অনলাইন সংস্করণ : শিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘ওমেন’ ও কবি কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ কবিতা অবলম্বনে মাসুদ পথিক ‘মায়া-দ্য লস্ট মাদার’ ছবিটি নির্মাণ করেছেন। ২০১৬ সালে অনুদান পাওয়া এ সিনেমাটি ডিসেম্বরে মুক্তি পাবে।
নির্মাতা জানান, ২০শে নভেম্বর প্রকাশ করা হবে ছবিটির ট্রেলার। আর মুক্তি পাবে ডিসেম্বরে। ব্রাত্য ক্রিয়েশন প্রযোজিত ছবিটিতে অভিনয় করেছেন মুমতাজ সরকার (ভারত), জ্যোতিকা জ্যোতি, প্রাণ রায়, ঝুনা চৌধুরী, আসলাম সানীসহ অনেকে।
প্রতিনিধি