বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের শ্বশুর মনসুর আলি খান পতৌদি ভারতের অধিনায়ক ছিলেন। এ খবর সবারই জানা। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি উন্মোচনের সুযোগ পেয়ে তিনি বেশ সম্মানিত। শুক্রবার (১ নভেম্বর) অস্ট্রেলিয়ার মেলবোর্নে তার হাত ধরেই বিশ্বকাপ ট্রফির পর্দা উঠবে।
আগামী বছর অস্ট্রেলিয়ায় পুরুষদের পাশাপাশি নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে। দুটি টুর্নামেন্টের ট্রফিই উন্মোচন করবেন কারিনা। এজন্য তার ভালো লাগাটা একটু বেশিই। ভারতের আর কোনও অভিনেত্রীর এমন অভিজ্ঞতা নেই।
কারিনা বলেন, ‘এমন সম্মানজনক আয়োজনের অংশ হতে পেরে আমি সম্মানিত। বিশ্বকাপে নিজেদের দেশের জন্য যেসব নারীরা স্বপ্ন নিয়ে খেলবেন তাদের উৎসাহ দিতে চাই। আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তাদের দেখতে পারা সত্যিই নারীর ক্ষমতায়নের প্রতীক। তারা প্রত্যেকের অনুপ্রেরণা। আমার শ্বশুর সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন ছিলেন। তাই বিশ্বকাপ ট্রফি উন্মোচন করতে পারা আমার জন্য সম্মানজনক ব্যাপার।’
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত। আর পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ১৮ অক্টোবর শুরু হয়ে চলবে ১৫ নভেম্বর পর্যন্ত।
এদিকে কারিনার নতুন ছবি ‘লাল সিং চাড্ডা’র শুটিং শুরু হয়েছে বৃহস্পতিবার। এতে নাম ভূমিকায় থাকছেন আমির খান। তার মা জিনাত হুসেন প্রথম ক্ল্যাপ দিয়েছেন। অদ্বৈত চন্দনের পরিচালনায় ছবিটিতে অভিনয়ের জন্য ক্যারিয়ারে প্রথমবার অডিশন দিতে হয়েছে বেবোকে। এটি হলো হলিউডের ‘ফরেস্ট গাম্প’ ছবির অফিসিয়াল হিন্দি রিমেক।
কারিনার হাতে আরও আছে করণ জোহর প্রযোজিত ‘গুড নিউজ’ (অক্ষয় কুমার) ও তার পরিচালিত ‘তাখত’।
বার্তা বিভাগ প্রধান