ভারতে রওনা হওয়ার আগের দিন সাকিব আল হাসানের নিষেধাজ্ঞায় বড় ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। কোচ রাসেল ডোমিঙ্গোর মতে, এই ঘটনা ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজে বাংলাদেশের পারফরম্যান্সে প্রভাব ফেলবে। অবশ্য তার আশা, এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন খেলোয়াড়রা।
গত বছর জুয়াড়ির প্রস্তাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তিনবার গোপন করায় দুই বছর নিষিদ্ধ হয়েছেন সাকিব। এরমধ্যে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা। অধিনায়ককে হারানোর ধাক্কা ড্রেসিংরুমে এখনও কাটিয়ে ওঠার চেষ্টা করছেন খেলোয়াড়রা, এমনটা জানালেন ডোমিঙ্গো।
শুক্রবার ট্রেনিং সেশন শেষে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচ বললেন, ‘বাংলাদেশের একজন বড় খেলোয়াড় সে এবং অনেক খেলোয়াড়ের কাছের বন্ধু। কয়েকজন খেলোয়াড়ের ওপর এর প্রভাব অবশ্যই পড়বে। হ্যাঁ, সে ভুল করেছে এবং এর শাস্তি পাচ্ছে। অনেক কিছুই আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। অবশ্যই দলের পারফরম্যান্সে এর প্রভাব পড়বে। কিন্তু এই সিরিজ এবং বিশ্বকাপে (টি-টোয়েন্টি) আমাদের মনোনিবেশ করতে হবে।’
মাত্র এক মাস আগে দলের দায়িত্ব নেন ডোমিঙ্গো। সাকিবের সঙ্গে কাজ করার সুযোগ খুব একটা পাননি দক্ষিণ আফ্রিকান কোচ। তারপরও তিনি বুঝতে পারছেন, ড্রেসিংরুমে সাকিব কতটা শ্রদ্ধার পাত্র ছিলেন। তিনি বলেছেন, ‘তাকে ব্যক্তিগতভাবে জানার সুযোগ আমার হয়নি। কিন্তু তার জন্য খেলোয়াড়দের অনেক শ্রদ্ধা। আগেও যেটা বললাম, সে তার ভুলের মাশুল দিচ্ছে।’
সব ফরম্যাট মিলিয়ে ১১ হাজারের বেশি রান ও পাঁচশ’র বেশি উইকেটের মালিককে মিস করবেন ডোমিঙ্গো, ‘সে সাধারণত তিন নম্বরে ব্যাট করে থাকে। শুরুতে বোলিং করতো এবং প্রত্যেক ম্যাচে চার ওভার বল করতো। আমাদের অন্যতম শীর্ষ ব্যাটসম্যান সে। তাই ব্যাটিংয়ে নাকি বোলিংয়ে বদল আনতে হবে, সেটা নিয়ে অনেক ভাবতে হচ্ছে। কারণ, একসঙ্গে দুটি জায়গায় পরিবর্তন আনা কঠিন। হয়তো এক বিভাগে ঘাটতি রেখে আরেক জায়গায় শক্তিশালী করতে হবে।’
এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিবের ফেরাটা কেমন হবে জানতে চাইলে কোচ বললেন, ‘ক্রিকেটে এক বছর অনেক সময়। আমি এটা নিয়ে ভাবিনি। সাকিবের ফেরাটা কেমন হবে সেই ভাবনা আমার মনে তো নয়ই, কোনও খেলোয়াড়ের মনেই আসেনি।’
বার্তা বিভাগ প্রধান