চলতি বছরের শুরুতে শুরু হওয়া জাজ মাল্টিমিডিয়ার একমাত্র নতুন ছবি ‘জ্বীন’। ধরনের বিচারেও এটি বাংলাদেশের জন্য একেবারে আলাদা প্রেক্ষাপটের একটি ছবি।
এখন চলছে ছবিটির সম্পাদনার কাজ। শুটিং বাকি গানের। তবে তার আগেই অন্তর্জালে চমক ছড়ালেন ছবির অন্যতম নায়িকা পূজা চেরী। ৩১ অক্টোবর রাতে জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে প্রকাশিত একটি মোশন পোস্টারে দেখা গেল পূজাকে। মাত্র ৬ সেকেন্ডের এই মোশন পোস্টার দেখলে ভয় ধরবে যে কারও মনে। কারণ, বিষয়টি ভৌতিক।
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ছবিটি ২০২০ সালের একেবারের শুরুর দিকে মুক্তির প্রক্রিয়া চলছে। ‘জ্বীন’-এ পূজা চেরীর বিপরীতে আছেন সজল। আরও আছেন রোশান ও মুন জুটি।
ছবির নির্মাতা নাদের চৌধুরী বলেন, ‘‘বেশ বড় ফ্রেমের ছবি ‘জ্বীন’। কাজ একেবারেই শেষ পর্যায়ে। গানের কাজটা বাকি আছে। তবে সম্পাদনার কাজ এগিয়ে নিচ্ছি এখন।’’
এদিকে পূজা বলেন, ‘ছবিটির নাম থেকেই স্পষ্ট এটি আলাদা কনসেপ্টের গল্প। দর্শকরা যার রেশ দেখতে পারছেন আমাদের মোশন পোস্টার থেকে। এটি দেখে আমি নিজেও ভড়কে গিয়েছি। প্রচুর সাড়া পাচ্ছি। আশা করছি ভালো কিছু এবং নতুন কিছু হবে।’
https://www.facebook.com/jaazmultimediafilm/videos/1346063672221054/?t=0
এদিকে ‘জ্বীন’ এর গল্প প্রসঙ্গে এর প্রযোজক ও গল্পকার আবদুল আজিজ আগেই বলেছেন, ‘ইসলাম ধর্মে যে জিন-পরীর সম্পর্কে বলা আছে সেটিই মূলত উঠে আসবে এর গল্পে। ছবিটি তৈরি হচ্ছে গ্রামীণ আবহে। যেখানে জিনকে কেন্দ্র করে অতিপ্রাকৃত ঘটনা তুলে ধরা হবে। এই ধরনের ছবি আমাদের এখানে আর হয়নি।’
প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ২০১২ সাল থেকে নিয়মিত চলচ্চিত্র প্রযোজনা করে আসছে। এ পর্যন্ত প্রায় ৪০টি সিনেমা প্রযোজনা করেছে তারা। যদিও গেল এক বছরে সেই ধারাবাহিকতায় খানিক ভাটা পড়েছে।