Home » লাইভ ফর লাইফ’সের সহযোগিতায় রক্তদান

লাইভ ফর লাইফ’সের সহযোগিতায় রক্তদান

মৌলভী বাজার জেলার রাজনগরের বাসিন্দা শেখ মোঃ সালেক আহমদের অসুস্থ বাবাকে নিয়ে সিলেটে আসেন শুক্রবার ৩১/১০/২০১৯ তারিখে । 

চিকিৎসা অবস্থায় ডাক্তারে পরামর্শ অনুযায়ী প্রয়োজন পরে ‘প্লাটিলেটের’। কীভাবে প্লাটিলেট সংগ্রহ করবেন এসব চিন্তা করে বিপাকে পরে যান রুগীর ছেলে। 

সেই সময়ে তাদের পাশে দাঁড়িয়েছেন লাইভ ফর লাইফের অর্গানাইজেশনের পরিচালক মোঃ রেজাউল করিম। 

তৎ মুহুর্থে  তিনজন রক্তদাতার সাথে আলাপ করে তিন ব্যাগ রক্ত দিয়ে প্লাটিলেট তৈরীর ব্যবস্থা করা হয়। 

রক্তদাতারা হলেন লাইভ ফর লাইফস অর্গানাইজেশনের ভাগ্যবান সদস্য তানজিনা বেগম, মেহরাম নাইম এবং অয়ন দাস।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *