Home » পাকিস্তানে চলন্ত ট্রেনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৬২

পাকিস্তানে চলন্ত ট্রেনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৬২

পাকিস্তানে চলন্ত ট্রেনে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত ৬২ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে।আজ বৃহস্পতিবার করাচি থেকে রাওয়ালপিন্ডিগামী চলন্ত ট্রেনে রান্নার জন্য ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।   

সংবাদমাদ্যম ডন এর খবরে বলা হয়,আগুনে ট্রেনের তিনটি বগি পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় প্রাণে বাঁচতে অনেক যাত্রী চলন্ত ট্রেন থেকেই লাফ দেন। দমকল ও উদ্ধারকর্মীদের দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনে আহতদের উদ্ধার করে।এদিকে এ ঘটনায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান এ ঘটনার শোক প্রকাশ করে নিহতের পরিবারদের সমবেদনা্ জানিয়েছেন।সেইসঙ্গে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *