Home » ভারতের ভোট নিয়ে যা করার করবই: জুকেরবার্গ

ভারতের ভোট নিয়ে যা করার করবই: জুকেরবার্গ

ডেস্ক নিউজ : গোটা দুনিয়ার চোখ ছিল মার্কিন কংগ্রেসের দিকে। তথ্যফাঁসের ঘটনায় ফেসবুকের সিইও জুকেরবার্গকে ঠিক কতটা চেপে ধরবেন মার্কিন কংগ্রেসের সদস্যরা, তা নিয়েও জল্পনা ছিল তুঙ্গে। মঙ্গলবার, প্রথম দিনের শুনানিতে কিন্তু দোষ স্বীকার করে নিয়েছেন মার্ক জুকেরবার্গ। পাশাপাশি কাঠগড়ায় তুলছেন রাশিয়াকে। তাঁর দাবি, ‘‘রাশিয়ার একদল মানুষ ফেসবুকের মতো সংস্থা থেকে ফায়দা তোলার চেষ্টা করছে। আমরা এই ধরনের ঘটনা ঠেকানোর জন্য ব্যবস্থা নিচ্ছি। আবার ওরাও বিপুল অর্থ খরচ করছে। গোটা ব্যাপারটা যেন অস্ত্র প্রতিযোগিতার স্তরে চলে গিয়েছে।’’

প্রশ্ন উঠছে, তবে কি ফেসবুকে ইউজারদের তথ্য সুরক্ষিত নয়? কেমব্রিজ অ্যানালিটিকার প্রাক্তন কর্মী ক্রিস্টোফারর ওয়াইলি জানিয়েছেন, ফোসবুক থেকে যে তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছে, তা তিনি অনেকদিন আগেই আঁচ করেছিলেন। তাঁর আশঙ্কা, ডোনাল্ড ট্রাম্পকে ভোটে জেতানোর জন্য সেই তথ্য ব্যবহার করেছিল রাশিয়া।

তবে কি ভারতের নির্বাচনেও সেরকম কিছু ঘটতে পারে?

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *