এখনও দিবা-রাত্রির টেস্ট খেলা হয়নি ভারতের। আর এটা না হওয়ার পেছনে কোহলির ‘অনিচ্ছার’ বিষয়টিই বারবার সামনে এসেছে ভারতীয় মিডিয়ায়। যদিও গাঙ্গুলী শুনিয়েছেন উল্টো কথা। বিসিসিআই সভাপতি হওয়ার পর বৃহস্পতিবার প্রথমবার সাক্ষাৎ হয়েছে তার কোহলির সঙ্গে। বিসিসিআই কার্যালয়ের ওই সাক্ষাতেই কোহলির সঙ্গে দিবা-রাত্রির টেস্ট নিয়ে আলোচনা করেছেন সাবেক ভারতীয় অধিনায়ক।
কোহলি নিজেও গোলাপি বলের ক্রিকেট খেলতে রাজি আছেন বলে জানিয়েছেন গাঙ্গুলী। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘আমরা এটা (দিবা-রাত্রি) নিয়ে কথা বলছি। এটা নিয়ে আমরা কিছু একটা করব। দিবা-রাত্রির টেস্ট নিয়ে আমি ভীষণ আশাবাদী। কোহলি এটাতে রাজি আছে।’
সঙ্গে যোগ করেছেন, ‘আমি অনেক পত্রিকার প্রতিবেদনে দেখেছি যে, ও (কোহলি) নাকি খেলতে চায় না (দিবারাত্রির টেস্ট)। যদিও কথাটা সত্যি নয়। এই খেলাটার এগিয়ে যাওয়ার দরকার আছে। লোকজন তাদের কাজ শেষ করে মাঠে এসে চ্যাম্পিয়নদের খেলা দেখবে।’
তাহলে কবে হচ্ছে ভারতের প্রথম দিবা-রাত্রির টেস্ট? গাঙ্গুলী অবশ্য নিশ্চিত সময় বলতে পারলেন না, ‘জানি না কখন হবে, তবে হবে।’ এর অর্থ হলো, বাংলাদেশের বিপক্ষে হতে যাওয়া টেস্ট সিরিজে দিবা-রাত্রির ম্যাচ নিয়ে এখনও কোনও সিদ্ধান্তে যেতে পারেনি বিসিসিআই।
নভেম্বরের সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টির সঙ্গে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। ৩ নভেম্বর টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে বাংলাদেশ-ভারতের লড়াই।
সুত্র: বাংলা ট্রিবিউন
বার্তা বিভাগ প্রধান