বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে অভিনেতা, নির্মাতা ও গল্পকার হুমায়ূন সাধু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। শুক্রবার (২৫ অক্টোবর) বাদ জুম্মা রাজধানীর তেজগাঁওয়ের রহিম মেটাল মসজিদে তার নামাযে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মসজিদ সংলগ্ন কবরস্থানেই তাকে দাফন করা হয়। হুমায়ূন সাধুর বাড়ি চট্টগ্রাম। সেখানেই তার জন্ম ও বেড়ে ওঠা। তার পরিবারের ইচ্ছাতেই ঢাকায় দাফনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা যায়।
এর আগে গত মাসের ২৯ তারিখে হুমায়ূন সাধুর প্রথম ব্রেন স্ট্রোক হয়। তখন তার কথা বলাও বন্ধ হয়ে যায়। পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে নিয়ে অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু তার আগেই তার দ্বিতীয় ব্রেন স্ট্রোক হয়ে লাইফ সাপোর্টে ভর্তি ছিলেন এই অভিনেতা। এরপর গতরাতে তার মৃত্যু হয়। মোস্তফা সরয়ার ফারুকীর হাত ধরে শোবিজে আগমন ঘটে হুমায়ূন সাধুর। ফারুকীর পরিচালনায় ‘ঊন মানুষ’ টিভি ফিকশনটিতে হুমায়ূন সাধুর দুর্দান্ত অভিনয় খুব অল্প সময়েই দর্শকের মাঝে পরিচিত করে তুলে তাকে। এরপর নিয়মিত অভিনয় করেছেন টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে। বেশকিছু নাটকও পরিচালনা করেছেন সাধু। তার লেখা একমাত্র গল্পের বই ‘ননাই’ প্রকাশ পেয়েছিলো সর্বশেষ একুশে বই মেলায়। সামনে চলচ্চিত্র নির্মাণেরও ঘোষণা দিয়েছিলেন তিনি।
বার্তা বিভাগ প্রধান