Home » চিলিতে ব্যাপক সংঘর্ষ, নিহত ১৮

চিলিতে ব্যাপক সংঘর্ষ, নিহত ১৮

চিলিতে সাবওয়ের ভাড়া বৃদ্ধিকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক সঙ্গঘর্ষে রুপ নিয়েছে। সাবওয়ের ভাড়া বৃদ্ধির কারণে রাজধানী সান্তিয়াগোসহ দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ ডাকে জনতা। পরিস্থিতি সামাল দিতে জরুরি অবস্থা জারী করে দেশটির সরকার।

কিন্তু জরুরি অবস্থা ও রাত্রিকালীন কারফিউ চলাকালেই সহিংসতায় ১৮ জনের মৃত্যু হয়েছে। এ পরিস্থিতিতে, হিউম্যান রাইটস কমিশনের প্রতিনিধিদের চিলির পরিস্থিতি পর্যবেক্ষণের আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা। নভেম্বরে আসন্ন অ্যাপেক এবং জলবায়ু সম্মেলন কোনভাবেই বানচাল হতে দেবেন না তিনি। এর আগেই, আন্দোলনকারীদের শান্ত হওয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট।

সুত্র; এসএআর/সাএ

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *