Home » বিশ্বনাথে যুব ঐক্য ফাউন্ডেশন’র অভিষেক অনুষ্ঠান

বিশ্বনাথে যুব ঐক্য ফাউন্ডেশন’র অভিষেক অনুষ্ঠান

সিলেটের বিশ্বনাথ উপজেলা দৌলতপুর ইউনিয়নের সিংগেরকাছে যুব ঐক্য ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠান (১৮ অক্টোবর-১৯ইং) শুক্রবার সময় ৩টা দিকে স্থানীয় পাবলিক বহুমুখি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে অনুষ্ঠান শুরু হয়।

এই সময় হাফিজ আরব খাঁন ও সাহদাৎ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়,অনুষ্ঠানে সভাপতিত্বে করেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ্ব আবারক আলী।

অনুষ্ঠানের প্রধান অতিথির হিসাবে উপস্থিথ ছিলেন সিলেট রাগীব-রাবেয়া মেডিকেলের কার্ডিওলজি বিভাগের(জে আর আর এম সি এস) অফিসার মো: রাশেদুল হক।

তিনি তাহাঁর বক্তবে বলে যে তরুনরা আগামীতে এই দেশ ও জাতির উন্নয়নের এর অগ্রগতি , তুমাদের কাজ দেখে আমার অনেক ভাল লাগলো ,আগামীতে যদি তুমাদের আমার কোন প্রয়োজন হয় বলবে ,আমি তুমাদের সহযোগিতা করবো,পরিশেষ সংগঠনের অগ্রতিশীল হউক এই আশাকরেন এবং শুভকামনা জানান ।

বিশেষ অতিথিত হিসাবে উপস্থিথ ছিলেন পাবলিক বহুমুখি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইকবাল হোসেন, আর অতিথিত হিসাবে বিভিন্ন সামাজিক সংগঠক ও শিক্ষানুরাগী হিসাবে উপস্থিথ ছিলেন হাজী নজরুল ইসলাম, আবদুল আজিজ,ইউপি সদস্য ইরন মিয়া, ব্যবসায়ী মনসুর আলী, আবদুল মুকিত ও আবু তাহের মিছবাহ।

স্বাগত বক্তব্য দেন সংগঠনের আলী হোসেন আর বক্তব্য রাখেন ব্যবসায়ী নিজাম উদ্দিন।

এ সময় উপস্থিতে ছিলেন সিংগেরকাছ যুব ঐক্য ফাউন্ডেশনের সভাপতি:নূর মিয়া, সহ সভাপতি:আবু নাছির,সাধারণ সম্পাদক :পারভেজ, সহ -সাধারণ সম্পাদক সজল, প্রচার সম্পাদক :সোহাগ, অর্থ-সম্পাদক :আল-আমিন সহ-অর্থ:মো আআল-আমিন,প্রচার সম্পাদক :নাহিদ,পরিচালনা সম্পাদক :রেদুয়ান, পরিচালনা সম্পাদক : হাবিব ,পরিকল্পনা সম্পাদক :দুলাল আহমদ,ধর্ম সম্পাদক : মেহরাব, সদস্য-সুয়েব, শাওন, মুমিন, কলিম, ইকবাল, রিপন, মামুন, কদর, মারুফ, জাহিদুল, মনোয়ার, মঈনুল, কাইয়ুম, কয়েছ, হাবিব, উজ্জল, ইমরান, লায়েক, ফেরদৌস, নাঈমুল, মারজান, আমিনুল, আমিন, রাজু, তানবির, রায়হান, আল জাবের, কাদির, হানিফ, আফজল, রিফাত, কাওছার, মোহাম্মদ প্রমুখ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *