দেশীয় চলচ্চিত্রের এক শক্তিমান অভিনেতা ছিলেন জসিম। অনেক হিট-সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। সে সুবাদে উজ্জ্বল হয়েই অবস্থান করছেন সিনেমাপ্রেমী দর্শকদের হৃদয়ে। গুণী এ মানুষটির চলে যাওয়ার ২১ বছর হয়ে গেল আজ। ১৯৯৮ সালের ৮ই অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যু হয়েছিল তার। অভিনেতা জসিমের মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করছে চলচ্চিত্রের শিল্পীরা। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জানিয়েছেন, নায়ক জসিমের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিল্পী সমিতি কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
জসিমের আসল নাম আবদুল খায়ের জসিম উদ্দিন। ১৯৫০ সালের ১৪ই আগস্ট ঢাকার কেরানীগঞ্জের বক্সনগর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। লেখাপড়া করেন বিএ পর্যন্ত। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে একজন সৈনিক হিসেবে তিনি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন। দুই নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি। ১৯৭৩ সাল থেকে তার অভিনয় জীবন শুরু। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দাপটের সঙ্গে অভিনয় করে গেছেন। ঢাকার ছবিতে এই জসিমই নতুন ধারার মারপিট শুরু করেন। দেওয়ান নজরুল পরিচালিত ‘দোস্ত দুশমন’ ছবিতে প্রথম অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র জীবন শুরু হয়। ‘দোস্ত দুশমন’ হিন্দি ‘শোলে’ ছবির রিমেক।
এখানে জসিম খলনায়ক গব্বর সিং চরিত্রটি রূপদান করে ব্যাপক আলোচিত হন। এরপর খলনায়ক হিসেবে ঢাকাই সিনেমায় তিনি দীর্ঘদিন একক রাজত্ব করেন। এর বেশ কয়েক বছর পর দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় ‘সবুজ সাথী’ চলচ্চিত্রে প্রথম নায়ক চরিত্রে অভিনয় করেন। আশির দশকের প্রায় সব জনপ্রিয় নায়িকার বিপরীতেই অভিনয় করেছেন এই অভিনেতা। তবে শাবানা-রোজিনার সঙ্গে তার জুটিই সবচেয়ে দর্শকপ্রিয়তা লাভ করেছিল। বিভিন্ন চলচ্চিত্রে তাকে শোষিত-বঞ্চিত মানুষের প্রতিনিধি হিসেবে দেখা যেত।
জসিম অভিনীত ছবিগুলির মধ্যে রয়েছে ‘রংবাজ’, ‘তুফান’, ‘জবাব’, ‘নাগ নাগিনী’, ‘বদলা’, ‘বারুদ’, ‘সুন্দরী’, ‘কসাই’, ‘লালু মাস্তান’, ‘নবাবজাদা’, ‘অভিযান’, ‘কালিয়া’, ‘বাংলার নাযয়ক’, ‘গরিবের ওস্তাদ’, ‘ভাইবোন’, ‘মেয়েরাও মানুষ’, ‘পরিবার’, ‘রাজা বাবু’, ‘বুকের ধন’, ‘স্বামী কেন আসামি’, ‘লাল গোলাপ’, ‘দাগী’, ‘টাইগার’, ‘হাবিলদার’, ‘ভালোবাসার ঘর’ প্রভৃতি। সবমিলিয়ে প্রায় দুইশত চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি কয়েকটি ছবি প্রযোজনাও করেছেন। জসিমের প্রথম স্ত্রী ছিলেন নায়িকা সুচরিতা। পরে তিনি নায়িকা নাসরিনকে বিয়ে করেন। জনপ্রিয় এ অভিনেতা ও প্রযোজকের মৃত্যুর পর তাকে সম্মান জানাতে এবং আজীবন স্মরণ রাখতে এফডিসির সর্ববৃহৎ ২ নং ফ্লোরকে জসিম ফ্লোর নামকরণ করা হয়।
প্রতিনিধি