শারদীয় দুর্গাপূজা ২০১৯ ইং উপলক্ষে তীর্থ সাহিত্য পরিষদ(বিলবাড়ি, রাজনগর, মৌলভীবাজার)এর বিশেষ প্রকাশনা মাতঙ্গী’র মোড়ক উন্মোচন ৪ অক্টোবর ১৯ রোজ শুক্রবার বিকাল ৫ ঘটিকার সময় উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয় স্থানীয় একটি রেষ্টুরেন্টে। অপরেশ দাস অপু’র সভাপতিত্বে ও মাতঙ্গী সম্পাদক বিভাস রঞ্জন দাশ বিজয় এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোড়ক উন্মোচন করেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নকুল চন্দ্র দাশ। উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন – রাজনগর পূজা উদযাপন পরিষদের সভপতি কেতকী রঞ্জন ভট্টাচার্য, সাঃ সম্পাদক অসিত দেব, ভুলন চন্দ্র দাশ,আব্দুল কাহীর চৌধুরী বাবু, রাজমোহন দাশ রাজন, নয়ন তালুকদার, অমল দাশ আপন, এমদাদুল হক টিটু,বিদ্যুৎ দাশ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনন মোঃ আলী নেওয়াজ, অজিত দাশ, মোঃ আবু সুফিয়ান, বিশ্বজিত দাশ বিষু, সঞ্জিত দাশ, শ্যামল দাশ, মানিক দাশ, লিটন দাশ, ধনঞ্জয় দাশ, দোলন দাশ, অরুপ দাশ, মারুফ আহমদ, অভিনাশ বিশ্বাস সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

নির্বাহী সম্পাদক