মূল্যবৃদ্ধি এবং উৎপাদন সঙ্কট দেখিয়ে বাংলাদেশে পিয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার। পিয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা পর থেকেই পিয়াজের দাম বৃদ্ধি ও বিক্রি বন্ধ করে দিয়েছেন সিলেটের খোলা বাজারের ব্যবসায়ীরা। জানা গেছে, প্রতি বছরের মতো এবারও মূল্যবৃদ্ধি এবং উৎপাদন সঙ্কটের কারণে পিয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। বাংলাদেশ সময় বিকাল ৪টার দিকে এ খবর সিলেটের বাজারে আসে।
বিকাল ৪টার দিকে সিলেটের খোলা বাজারে পিয়াজ ৬০-৬৫ টাকায় বিক্রি হলেও আধা ঘন্টার ব্যবধানেই সাড়ে ৪টার দিকে ৯০-১০০ টাকায় বিক্রি শুরু হয়। সন্ধ্যার পর তা বেড়ে ১০০-১৩০ টাকায় পৌছায়। পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও অনেক ব্যবসায়ী আরো দাম বাড়ার আশায় বিক্রি বন্ধ করে দিয়েছেন বলে জানা গেছে। আর নতুন করে দাম বাড়ায় বিপাকে পড়েছেন পাইকার ও সাধারণ ক্রেতারা।
এদকে পিয়াজ রপ্তানি বন্ধের বিষয়ে রবিবার ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেইন ট্রেড (ডিজিএফটি)’এর পক্ষ থেকে এক বিবৃতি জারি করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, আজ থেকে সমস্ত ধরনের (টাটকা ও হিমায়িত) পিয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পিয়াজের রপ্তানির ক্ষেত্রে নতুন নির্দেশিকা না আসা পর্যন্ত নিষেধাজ্ঞা বজায় থাকবে।’