অনলাইন ডেস্ক : কয়েকদিনের ভারী বর্ষণে ভারতের গঙ্গা ও যমুনা নদীর পানি বেড়ে গেছে। এতে সৃষ্টি হয়েছে বন্যার। দেশটির উত্তরপ্রদেশের প্রয়াগরাজ জেলার একাধিক জায়গায় বন্যার পানিতে ডুবে গেছে নিচু জায়গাগুলো। এরই মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল এক দম্পতি। তাদের ঘরেও জমেছে বন্যার পানি। আর তাতেই ডুব দিচ্ছেন স্বামী-স্ত্রী।
নিরুপায় হয়েই নিছক আনন্দে মেতে উঠেছেন প্রয়াগরাজ জেলার এই দম্পতি। ভারতীয় গণমাধ্যমগুলো এ ঘটনায় ভাইরাল ভিডিও নিয়ে একটি খবরও প্রচার করেছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, ওই দম্পতির বাড়িতে প্রায় বুক সমান পানি। তাতে দাঁড়িয়েই আনন্দ করছেন তারা। তাদের দেখে মনে হচ্ছে- কোনো জলাধারে দাঁড়িয়ে প্রেমের পানিতে ডুব দিচ্ছেন। পাশাপাশি বন্যার পানিতেই স্ত্রীকে সাঁতারের কৌশল শেখাচ্ছেন স্বামী।
জেলার কোন অঞ্চলে এ ঘটনা ঘটেছে, তা জানা যায়নি। জানা গেছে, প্রবল বর্ষণে প্রয়াগরাজ জেলায় বন্যার এমন পরিস্থিতিতে গত ১৯ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত শহরের সমস্ত স্কুল বন্ধ রাখা হয়েছিল। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতোমধ্যেই ওই জেলায় বন্যা পরিস্থিতির পরিদর্শন করেছেন।
প্রতিনিধি