Home » নেইমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা সেই তরুণী ফেঁসে যাচ্ছেন

নেইমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা সেই তরুণী ফেঁসে যাচ্ছেন

অনলাইন ডেস্ক: নাজিলা ত্রিনদাদে নামে এক ব্রাজিলিয়ান তরুণী ধর্ষণের অভিযোগ করেছিলেন ব্রাজিলিয়ান সুপার স্টার নেইমারের বিরুদ্ধে। তবে পিএসজির ফরোয়ার্ডের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি। এদিকে নেইমারের বিরুদ্ধে ‘মিথ্যে’ অভিযোগ আনায় এবার সেই নারীর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিচ্ছে দেশটির পুলিশ।  গত জুনে নেইমার-নাজিলার ধর্ষণ সংক্রান্ত অভিযোগটি নিয়ে ঝড় ‍ওঠে ফুটবল বিশ্বে। ফাঁস হয় দু’জনের হোয়াটসআপ আলাপ এবং সাত সেকেন্ডের একটি ভিডিও।

নাজিলা জানায়, গত মে মাসে প্যারিসে নেইমার তাকে ধর্ষণ করেন এবং এর জন্য তিনি আদালতে বিচার চান। এ অভিযোগ প্রমাণিত না হলেও নেইমার নানাভাবে হেনস্থার শিকার হোন। যার ফলে এবার মিথ্যা অভিযোগ দায়ের ও ব্ল্যাকমেইলের চেষ্টা করার অভিযোগ এনে নাজিলা ও তার সাবেক স্বামী এস্তিবেন আলভেসের বিরুদ্ধ অভিযোগ এনেছে ব্রাজিলের পুলিশ। 

তবে নাজিলার ওপর আনা এই অভিযোগে আশ্চর্য হয়েছেন তার আইনজীবি কসমে আরাউজো। তিনি জানান, তার মক্কেল আলভেসের সঙ্গে জোট করে নেইমারের কাছ থেকে কোনো প্রকার অর্থ আদায় করতে চাননি।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *