সিলেট জেলা ছাত্রলীগের সদস্য, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি ছাত্রলীগ নেতা সারোয়ার হোসেন চৌধুরী ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যকার ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। ১০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৩ টায় সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদের নেতৃত্বে হাসপাতালের অফিস কক্ষে এক বৈঠকের মাধ্যমে এই ভুল বোঝাবুঝির অবসান হয়।
এসময় সিলেট মহানগর ছাত্রলীগ নেতা সারোয়ার হোসেন চৌধুরী বলেন, গত ১৫ মে আমার সাথে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাজিফা আনজুম নিশাত এর সাথে ভুল বোঝাবুঝির মধ্যদিয়ে ঘটনার সুত্রপাত হয়। এই সুযোগে একটি কুচক্রী মহল ঘটনাটি নিয়ে গোলা জ্বলে মাছ শিকারের অপচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। পাশাপাশি শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তায়ালার দরবারে এই সৃষ্ট সমস্যা সুষ্ঠু সমাধান হওয়ায়। কৃতজ্ঞতা জানাই আমার পরম শ্রদ্ধাভাজন নেতা সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমেদ ও আজাদুর রহমান আজাদ ভাই কে। পাশাপশি কৃতজ্ঞতা জানাচ্ছি উইমেন্স মেডিকেল এর সকল নেতৃবিন্দের প্রতি যাদের ঐক্যবদ্ধ সহযোগিতা ও প্রচেষ্টায় এই অনাকাঙ্খিত ঘটনার শুভ সমাপ্তি হওয়ায়। আমার প্রানের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সকল সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা দুঃসময়ে আমার পাশে থেকে সহযোগিতা করেছেন।