অনলাইন ডেস্ক : তারা দুইজন যে দুইজনকে ভালোবাসেন তা এখন সবাই জানেন। বিয়ের পর সোশ্যাল মিডিয়ার হাত ধরে যেভাবে নিজেদের প্রেমকে বার বার সামনে নিয়ে এসেছেন নিক ও প্রিয়াঙ্কা তা দেখার পর থেকে অনেকেই তাদের প্রেমকে সেরা প্রেমিকের সম্মান দিয়েছেন। আর সেটা সামনে আসতেই প্রিয়াঙ্কা জানালেন, এই ছবির এক দৃশ্যের শুটিং গিয়ে নাকি কেঁদে ফেলেছিলেন নিক। সম্প্রতি সেই প্রেমই যেন সামনে এলো। আর সে কথা জানালেন প্রিয়াঙ্কা নিজেই।
প্রকাশ্যে এসেছে প্রিয়াঙ্কার নতুন ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ এর পোস্টার। আর সে দৃশ্য ছিল নাকি ফারহান আখতারের সঙ্গে প্রিয়াঙ্কার এক প্রেমের দৃশ্য। পরিচালক সোনালি বসুর নতুন ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এ দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। প্রিয়াঙ্কা চোপড়া ছাড়াও এই ছবিতেই দেখা যাবে ফারহান আখতার, জারিয়া ওয়াসিমকে।
প্রতিনিধি