সিলেটের বিশ্বনাথে ‘বাংলাদেশ শিশু একাডেমী’ আয়োজিত উপজেলা পর্যায়ের ‘মৌসুমী প্রতিযোগীতা’র উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল।
উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে বুধবার সকালে মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মিলনায়তনে প্রতিযোগীতার উদ্বোধন করেন।
উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪র্থ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা ৬ বিভাগে দলীয়ভাবে প্রতিযোগীতায় অংশগ্রহণ করছে। উপজেলা পর্যায়ে বিজয়ীরা জেলা পর্যায়ের প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে। পর্যায়ক্রমে বিভাগীয় ও দেশ সেরার প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল বলেন, লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগীতা শিক্ষার্থীদের মনকে সতেচ রাখে। দেশ ও জাতিকে সঠিক নেতৃত্ব দিতে যেমন শিক্ষার্থীদেরকে সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে, তেমনি শরীর গঠনের জন্য খেলাধুলা ও মন ভাল রাখতে সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথেও সম্পৃক্ত থাকতে হবে। জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। সকলের সার্বিক সহযোগীতায় বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বেই বিনির্মিত হবে স্বপ্নের সোনার বাংলা।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদের সভাপতিত্বে ও কালীজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুদ্দিন আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা।
বক্তব্য রাখেন- সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সামসেদুর রহমান, সুহেল রানা।
এসময় সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নির্বাহী সম্পাদক