অনলাইন ডেস্ক: ভারতের জম্মু-কাশ্মীরে ২০২১ সালে বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। ২০২১ সালের মধ্যে জম্মু-কাশ্মীরে বিধানসভার আসন পুনর্বিন্যাস (ডিলিমিটেশন) সম্পন্ন হওয়ার পর ভোট অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়। ভারতের নির্বাচন কমিশনের তথ্যমতে, কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার পর সিদ্ধান্ত নেওয়া হয় জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচন ২০২১ সালে অনুষ্ঠিত হবে।
এর আগে ২০২০ সালের মধ্যে ডিলিমিটেশন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হবে এই ডিলিমিটেশন প্রক্রিয়া। আর এ প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগবে ১০ থেকে ১৫ মাস। মোট ১০ দফায় জম্মু-কাশ্মীরে ডিলিমিটেশন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
তবে ভারতের নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে ধরে বিধানসভার আসন বিন্যাস হবে। যেখানে কাশ্মীরের মোট বিধানসভা আসন থাকবে ১১৪টি। তার মধ্যে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জন্য সংরক্ষিত থাকবে ২৪টি আসন। ফলে কাশ্মীরে ৯০টি বিধানসভা আসনে ভোট হবে।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পেয়ে গেলেই উপত্যকায় শুরু হয়ে যাবে ডিলিমিটেশন প্রক্রিয়া। এ প্রক্রিয়া যাতে দ্রুত শেষ করা যায়, সে জন্য আগে থেকেই একটি ব্লু-প্রিন্ট তৈরি করে রাখা হয়েছে। ১৯৯৫ সালে একবার জম্মু-কাশ্মীরে ডিলিমিটেশন হয়েছিল। ওই সময় ১১১টি বিধানসভার আসন রাখা হয়েছিল। এবার লাদাখ বাদ পড়ার পর শুধুমাত্র জম্মু-কাশ্মীরে ৯০ থেকে ১০৭টি বিধানসভা আসন হবে বলে মনে করা হচ্ছে।
প্রতিনিধি