Home » ঢাকার বাইরে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে

ঢাকার বাইরে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে

অনলাইন ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরেই বেশি ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময় সারাদেশে নতুন করে ১৮৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ঢাকায় ৭৫৫ জন এবং ঢাকার বাইরে ১১২৫ জন। এদিকে গত এক সপ্তাহে দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগে আক্রান্ত ভর্তিকৃত রোগীদের সংখ্যা পর্যালোচনা করলে দেখা যায় দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর ভর্তির সংখ্যা খুব অল্প করে কমে যাচ্ছে।

পরিসংখ্যান অনুযায়ী, ভর্তিকৃত ডেঙ্গু রোগীর সংখ্যা গত ৭ আগস্ট ছিল ২৪২৮ জন, ৮ আগস্ট ২৩২৬ জন, ৯ আগস্ট ২০০২ জন, ১০ আগস্ট ২১৭৬ জন,১১ আগস্ট ২৩৩৪ জন, ১২ আগস্ট ২০৯৩ জন।মঙ্গলবার ১৩ আগস্ট ১২০০ জন এবং আজ ছিল ১৮৮০ জন।সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে সারাদেশের হাসপাতালে ভর্তিকৃত ডেঙ্গু রোগী আছেন ৭৮৬৯ জন, যার মধ্যে ঢাকায় ৪১৪৩ জন এবং ঢাকার বাইরে ৩৭২৬ জন।

উল্লেখ্য, এ বছরের গত জানুয়ারি থেকে এ পর্যন্ত হাসপাতালগুলো থেকে ৩৮,৪৪২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে চলে গেছেন। ভর্তি হয়েছিলেন ৪৬,৩৫১ জন। এ পর্যন্ত নিশ্চিত ডেঙ্গু রোগে মারা গেছেন ৪০ জন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *