মার্কিন গায়িকা কেটি পেরির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনলেন মডেল জোশ ক্লস। তার অভিযোগ, ‘ডার্ক হর্স’’-এর গায়িকা তাকে হতচকিত করে অন্তর্বাস টেনে নামিয়ে দেন। উদ্দেশ্য ছিল, কেটির বন্ধুমহল ও সমাগত সকলকে আমার পুরুষাঙ্গ দেখানো। এই ঘটনায় তিনি যে গায়িকার উপর ক্ষুব্ধ হয়েছেন, প্রকাশ্যে যৌন নিগ্রহের অভিযোগেই সে ইঙ্গিত মেলে। জোশ বলেন, ক্ষমতায় থাকা মেয়েরা কতটা জঘন্য হতে পারেন, এটা তার প্রমাণ।
ক্যাথরিন এলিজাবেথ হাডসন ওরফে কেটি কিন্তু মার্কিন মডেলের আনা যৌন হেনস্থার অভিযোগ প্রসঙ্গে এখনও পর্যন্ত নীরবই থেকেছেন। তবে এমন অভিযোগে কেটি পেরিকে নিয়ে হয়েছে তুমুল সমালোচনা। এর আগেও অশ্লীল কাণ্ড বহুবার ঘটিয়েছেন তিনি। কিন্তু এবার একজন মডেলের সঙ্গে তার এমন আচরণ কিছুতেই মেনে নিতে পারছেন না নেটিজেনরা। আর সে কারণেই তার কড়া সমালোচনা করছেন কেটির।