সুনামগঞ্জের ছাতকে জমি নিয়ে সংঘর্ষে দুদু মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত দুদু মিয়া উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মোহনপুর গ্রামের মৃত আলতাব আলীর পুত্র। বুধবার (১৪আগষ্ট) সকালে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মোহনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, খরিদসুত্রে জমির মালিক দুদু মিয়া সকালে তার জমি চাষ করতে গেলে জমির দখলে থাকা আরশ আলী ও জয়নাল মিয়া তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এ ব্যাপারে ছাতক থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
ছাতক প্রতিনিধি