সিলেটে সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। সোমবার সকাল ৮টায় অনুষ্ঠিত ওই ঈদগাহে ময়দান ও তার আশপাশের এলাকায় একসাথে ঈদের নামাজ আদায় করেন লাখো মুসল্লী। নামাজে মুসল্লীরা দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনার পাশাপাশি অশ্রুভেজা কন্ঠে মহান রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করেন।
নগরীর শাহী ঈদগাহ ময়দানের সর্ববৃহৎ ঈদের জামাতে অংশ নেন সিলেটের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
ঈদের দ্বিতীয় বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয় নগরীর দরগাহে হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদে সকাল ৮টায়।
এ দুটি প্রধান স্থান ছাড়াও নগরীর একাধিক ঈদগাহ, মাদরাসা মাঠ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সিলেট কালেক্টরেট জামে মসজিদ, শেখঘাট শেখ ছানা উল্লাহ জামে মসজিদ, কালিঘাটস্থ নবাবী জামে মসজিদ ওয়াকফ এস্টেট, মাছিমপুরস্থ শেখ মৌলভী ওয়াকফ এস্টেট জামে মসজিদ, টিলাগড় শাহ মাদানী ঈদগাহ, পাঠানটুলা নবাবী শাহী ঈদগাহ এবং পশ্চিম পীরমহল্লা জামে মসজিদে সকাল ৮টায় ঈদুল আযহা’র জামাত অনুষ্ঠিত হয়েছে।
নগরীর বন্দরবাজারস্থ হাজী কুদরত উল্লাহ জামে মসজিদসহ বেশ কয়েকটি মসজিদে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হবার খবর পাওয়া গেছে।
বার্তা বিভাগ প্রধান