অনলাইন ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি তালেবান গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৯৫ জন আহত হয়েছে।কাবুলের পশ্চিমাঞ্চলে পুলিশ স্টেশনে ঢোকার মুখের কাছে বুধবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ বিস্ফোরণ ঘটানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি এ কথা জানান।স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদুল্লাহ মায়ার বলেন, অন্তত ৯৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়ছে। এদের অধিকাংশ বেসামরিক নাগরিক। যার মধ্যে নারী ও শিশুও রয়েছে।
তালেবান এ হামলার দায় স্বীকার করেছে। দেশটিতে আগামী ২৮ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে চলা শান্তি আলোচনার মধ্যেই আফগানিস্তানজুড়ে সহিংসতা বেড়ে গেছে।মঙ্গলবার কাবুলে মাদক বিরোধী দপ্তরের শ্রমিক বহনকারী একটি গাড়িতে বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত ও আরো সাতজন আহত হয়েছে।
প্রতিনিধি