Home » সাত দিনে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা প্রায় ১৬ হাজার

সাত দিনে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা প্রায় ১৬ হাজার

সারা দেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। আগস্ট মাসের প্রথম সাত দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৮৭৯ জন।আর মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দুই হাজার ৪২৮।আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, পুরো জুলাই মাসে সারা দেশে বিভিন্ন হাসপাতালে ১৫ হাজার ৬৫০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল। প্রাণ হারায় ১৫ জন। আর, চলতি আগস্ট মাসের প্রথম সাত দিন হাসপাতালে ভর্তি হন ১৫ হাজার ৮৭৯ জন এবং মারা যান তিনজন।ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যুর কথা জানিয়েছে সরকার। তবে বেসরকারি হিসেবে এ সংখ্যা আরো অনেক বেশি।গত ২৪ ঘণ্টায় ঢাকায় নতুন করে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে এক হাজার ২৭৫ জন। আর ঢাকার বাইরে এ সংখ্যা এক হাজার ১৫৩।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৩২ হাজার ৩৪০ জন। এরমধ্যে ২৩ হাজার ৬১০ জন চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে।বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা আট হাজার ৭০৭ জন। এরমধ্যে ঢাকার ৪০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে পাঁচ হাজার ৩৮৯ জন। অন্যান্য বিভাগে মোট ভর্তি রোগীর সংখ্যা তিন হাজার ৩১৮ জন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *