জৈন্তাপুর প্রতিনিধি: সাবেক সেনা অফিসার ও জৈন্তাপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হান্নানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজ মাঠে বাংলাদেশ সেনাবাহিনী পক্ষ থেকে আব্দুল হান্নানের কফিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও গার্ড অব অনার প্রদান করা হয়। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌরীন করিম ও জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক তাঁর কফিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় পুলিশ গার্ড অব অনার প্রদান করে।
মঙ্গলবার (৬ আগস্ট) সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান। পরে তাকে সিলেটে একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বসয় হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
এদিকে মুক্তিযোদ্ধা আব্দুল হান্নানের নামাজে জানাজায় শরিক হন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে মুক্তিযোদ্ধা আফতাব আলী, সিদ্দিকুর রহমান, ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী স¤্রাট, ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ বাবর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, আওয়ামী লীগ নেতা আলা উদ্দিন, উপজেলা শ্রমীকলীগের সাধারণ সম্পাদক শওকত আলী, বিএনপি নেতা আব্দুস শুকুর, আব্দুল আহাদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, সাবেক অর্থ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল প্রমুখ।
জানাযা শেষে আসামপাড়া পাঞ্জেগানা কবরস্থানে আব্দুল হান্নানের দাফন সম্পন্ন হয়। বিভিন্ন মহলের শোক প্রকাশ: মুক্তিযোদ্ধা আব্দুল হান্নানের মৃত্যুতে প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান ছিলেন আমার অত্যন্ত কাছের মানুষ। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তার মৃত্যুতে আমি এবং উপজেলার সর্বস্তরের মানুষ হারালো তাদের একজন প্রিয় অভিভাবকে। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’
এছাড়া জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি উপাধ্যক্ষ শাহেদ আহমদ, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ, জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পক্ষে সাবেক কমান্ডার সিরাজুল হক, ডেপুুটি কমান্ডার আনোয়ার হোসেন, জৈন্তাপুর উপজেলা অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতি, জৈন্তাপুর স্টেশন বাজার সমবায় সমিতি, জৈন্তাপুর স্টোন ক্রাশার মালিক সমিতি, জৈন্তাপুর ট্রাক মালিক ও চালক সমবায় সমিতি শোক প্রকাশ করেছেন।
প্রতিনিধি