Home » মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সিলেট জেলার শোক প্রকাশ

মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সিলেট জেলার শোক প্রকাশ

বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সিলেট জেলার পক্ষ থেকে শোক প্রকাশ মোঃ আব্দুল হান্নানের মৃত্যুতে।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা শাখার অন্যতম সদস্য সাইফুল ইমলাম বাবুর পিতা ২নং জৈন্তাপুর ইউনিয়ন আওয়ামী লীগের
সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হান্নান আর নেই।

(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার ৬ আগষ্ট দুপুর ১টায় সিলেট নগরীর রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরন করেন তিনি। আব্দুল হান্নানের বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড
সিলেট জেলার সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন পারভেজ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জবরুল হোসেন এক যৌথ শোক বার্তায় তারা বলেন, জাতির শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী পরিবারের একজন অভিভাবক ছিলেন তিনি। তাকে হারিয়ে আমরা একজন অভিভাবক হারালাম। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *