সিলেটের জৈন্তাপুর উপজেলায় এক ব্যবসায়ীর ২০ লাখ টাকা ছিনতাই হয়েছে। ছিনতাই করে পালানোর সময় ঘটনাস্থল থেকে ২ ছিনতাইকারীকে আটক করেছে থানা পুলিশ।রবিবার দুপুর ১১টার দিকে জৈন্তা ডিগ্রী কলেজের সামনে এ ছিনতাইর ঘটনা ঘটে। ছিনতাইর শিকার হওয়া শাপলা ফিলিং স্টেশনের মালিক রিয়াজ উদ্দিন জানান, শুক্র ও শনিবার দুইদিনের বিক্রীর ২০ লাখ টাকা রবিবার সকালে টমটমে দরবস্ত পূবালী ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন তিনি ও তার এক কর্মচারী। হঠাৎ জৈন্তা ডিগ্রী কলেজের সামনে ৫ জন ছিনতাইকারী অস্ত্রের মুখে তাদের কাছ থেকে ২০ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়।
টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলের কাছ থেকেই দুই ছিনতাইকারীকে আটক করে জৈন্তাপুর থানা পুলিশ। তাদের কাছ থেকে ১ লাখ টাকা উদ্ধার করা হয়। এ ব্যপারে জৈন্তাপুর মডেল থানার ওসি শ্যামল বণিক বলেন, এ ঘটনায় আটক দুই ছিনতাইকারীকে নিয়ে টাকা উদ্ধার ও অপর জড়িতদের ধরতে রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।
জৈন্তাপুর প্রতিনিধি