Home » জয়ে মৌসুম শুরু বার্সার

জয়ে মৌসুম শুরু বার্সার

নিষেধাজ্ঞার কারণে দলে নেই সেরা তারকা লিওনেল মেসি। তবুও আর্সেনালের বিপক্ষে জয় পেতে সমস্যা হয়নি বার্সেলোনার। আর্সেনালের বিপক্ষে জয় দিয়ে মৌসুম শুরু করেছে এরনেস্তো ভালভেরদের দল। আর জয় দিয়েই বার্সায় যাত্রা শুরু করলেন গ্রিজম্যান।গতকাল রোববার ঘরের মাঠে আর্সেনালের বিপক্ষে ২-১ গোলে জয় পায় বার্সেলোনা। স্বাগতিকদের হয়ে গোলের দেখা পান লুইস সুয়ারেজ। আর্সেনালের হয়ে একমাত্র গোলটি করেন পিয়েরে-এমেরিক আউবামেয়াংয়ে।

প্রতি মৌসুমের শুরুতে এই ম্যাচের আয়োজন করে বার্সেলোনা। ক্লাবটির প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক খেলোয়াড় ও সভাপতি জুয়ান গাম্পেরের নামানুসারে ম্যাচটিকে বলা হয় জুয়ান গাম্প ট্রফি। এদিন ক্যাম্প ন্যু তে ম্যাচের শুরু থেকে লড়াই ছিল সমানে সমান। বল দখলেও সমান ছিল দুই দল। ম্যাচের ৩৬ তম মিনিটে পিয়েরে-এমেরিক আউবামেয়াংয়ের গোলে প্রথমে এগিয়ে যায় আর্সেনাল। সতীর্থের বাড়ানো বল ডি-বক্স থেকে দারুণ শটে ঠিকানায় পাঠান গ্যাবনের এই ফরোয়ার্ড।

বিরতির পর প্রতিপক্ষের ভুলে গোলের দেখা পেয়ে যায় বার্সেলোনা। ৬৯তম মিনিটে ইংলিশ মিডফিল্ডার এইন্সলি মেইটল্যান্ড-নাইলসের আত্মঘাতী গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। আর শেষ মিনিটে রবের্তোর বাড়ানো বল লক্ষ্যে পাঠিয়ে জয়সূচক গোলটি করেন উরুগুয়ে তারকা লিওনেল মেসি।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *