Home » সউদীতে ২৯ বাংলাদেশি হজ যাত্রীর মৃত্যু

সউদীতে ২৯ বাংলাদেশি হজ যাত্রীর মৃত্যু

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে বিভিন্ন কারণে এখনও পর্যন্ত ২৯ বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার ঢাকায় হজ অফিসের এক বুলেটিনে এই তথ্য জানা গেছে।বুলেটিনে জানানো হয়, এ পর্যন্ত বিভিন্ন কারণে ৩ জন মহিলাসহ ২৯ জন হজ যাত্রী মারা গেছেন। এর মধ্যে মক্কায় ২৪ জন মদিনায় ৪ জন ও জেদ্দায় ১ জন হজ যাত্রী ইন্তেকাল করেছেন।

বুলেটিনে আরও বলা হয়, সৌদি আরবে হজ চিকিৎসা কেন্দ্র হতে এ পর্যন্ত ৪৬ হাজার ৩৯ জন হজ যাত্রী চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। ২ আগস্ট ২ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ার লাইন্সের ৩২১টি হজ ফ্লাইটে ১ লাখ ১২ হাজার ৬০৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।উল্লেখ্য, গত ৪ জুলাই থেকে শুরু হয় এবছরের হজ ফ্লাইট। শেষ হজ ফ্লাইট ঢাকা ছাড়বে আগামী ৫ আগস্ট। এবার ৫৯৮টি হজ এজেন্সীর মাধ্যমে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৬ হাজার ৯ শ’ ২৩ জন হজযাত্রী সৌদি আরব যাচ্ছেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *