ডেস্কঃ সুনামগঞ্জ জেলার সম্ভ্রান্ত পরিবারের সন্তান ও বালু পাথর ব্যবসায়ী মাহমুদ হাসানের বিরুদ্ধে সোশ্যাল যোগাযোগের মাধ্যম ফেইসবুকে আপত্তিকর লেখালেখি করায় মোঃ মস্তফা (৩০) নামের এক ব্যক্তিকে প্রধান আসামী করে স্ট্যাটাস শেয়ার কারী মোঃ রকিবুল হাসান (৩১) ও মোঃ আব্দুল মুনিম (৫৫) এবং এম.ডি. হারুন সহ সকল দুষ্কৃতকারীদের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনাল (বাংলাদেশ) আইন ২০০৬ সালের তথ্য ও যোগাযোগ ২০১৩ এর ৫৭ ধারায় মাহমুদ হাসান বাদী হয়ে গত ২৯-০৩-২০১৮ ইং তারিখে ঢাকা সাইবার ট্রাইব্যুনালে মামলা নং-৪৩/২০১৮ দায়ের করেন।
মামলার প্রাথমিক প্রতিবেদনে উল্লেখিত, বিগত ১৮-০৩-১৮ ইং তারিখে বাদী মাহমুদ হাসান হঠাৎ দেখতে পান যে, ১ নং আসামী মোঃ মস্তফা তার পরিচালিত ফেইসবুক আইডি (Md Mostofa Bhuiyan) থেকে বাদীর ছবিসহ মানহানিকর বক্তব্য স্ট্যাটাস রূপে পোষ্ট করেছে একই সাথে ২নং আসামী মোহাম্মদ রকিবুল হাসান (Hasan Mohammad Rokibul) ও মোহাম্মদ আব্দুল মুনিম (Cllr M Munim) তাদের নিজ ফেইসবুক আইডিতে ১নং আসামীর পোষ্টকৃত স্ট্যাটাস শেয়ার করেন।