কয়েকদিন আগে টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। দেশের হয়ে শুধু ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার ইচ্ছে তাঁর। মাত্র ২৭ বছর বয়সে ক্রিকেটের অভিজাত সংস্করণ থেকে অবসরের সিদ্ধান্তে অবাক হয়েছিল ক্রিকেট দুনিয়া। বিষয়টি ভালোভাবে নিতে পারেননি পাকিস্তানি সমর্থকরাও। এরই মধ্যে শোনা যায় পাকিস্তান ছেড়ে ইংল্যান্ডে চলে যাচ্ছেন আমির। এমন খবরের পর সমালোচনার কেন্দ্র হয়ে উঠেন আমির। প্রশ্ন ওঠে তাঁর দেশপ্রেম নিয়েও।
এমন পরিস্থিতিতে আমির কোনো কথা না বললেও মুখ খুলেছেন তাঁর স্ত্রী নারজিস আমির। এক টুইট বার্তায় সমালোচনার কড়া জবাব দিয়েছেন নারজিস। আমিরের স্ত্রী লিখেছেন, ‘আমার স্বামী আমিরের ইংল্যান্ড বা অন্য দেশের হয়ে খেলার প্রয়োজন নেই। সে একজন গর্বিত পাকিস্তানি। দেশের হয়ে খেলতে ভালোবাসে সে। শুধু আমির নয়, আমাদের মেয়ে মিন্সা যদি ক্রিকেট খেলতে চায়, তাহলে সেও পাকিস্তানের হয়েই খেলবে। আমিরের ইচ্ছে তেমনই।’
প্রতিনিধি