Home » ওসামা বিন লাদেনের ছেলে নিহত, দাবি যুক্তরাষ্ট্রের

ওসামা বিন লাদেনের ছেলে নিহত, দাবি যুক্তরাষ্ট্রের

আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন মারা গেছেন। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গণমাধ্যম বিবিসি।তবে হামজা বিন লাদেনের অবস্থান কিংবা মৃত্যুর তারিখ নিয়ে রয়েছে অস্পষ্টতা।এ বছরের ফেব্রুয়ারিতে হামজা বিন লাদেনের অবস্থান জানাতে পারলে ১০ লাখ মার্কিন ডলার পুরষ্কার ঘোষণা করেছিল মার্কিন সরকার।

হামজা বিন লাদেনের বয়স ত্রিশের আশপাশে বলে ধারনা করা হয়। হামজা বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশে হামলার ডাক দিয়ে অডিও ও ভিডিও বার্তা প্রকাশ করেছেন।হামজার মৃত্যুর খবরটি এনবিসি ও দ্য নিউইয়র্ক টাইমসে প্রথম প্রকাশিত হয়।হামজার নিহত হওয়া নিয়ে কোনো তথ্য আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন।

২০১১ সালের মে মাসে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন নেভি সিলের এক অভিযানে উসামা বিন লাদেন নিহত হওয়ার পর থেকে বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য বিভিন্ন সময়ে জিহাদিদের আহ্বান দিয়েছেন হামজা। এ ছাড়া আরব অঞ্চলের জনগণকেও বিদ্রোহের আহ্বান জানিয়েছিলেন হামজা। এ বছরের মার্চে সৌদি আরব তাঁর নাগরিকত্ব কেড়ে নেয়।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *