কানাইঘাট উপজেলার দিঘীরপাড় ইউপি’র শাহাপুর গ্রামের আব্দুন নুরের পুত্র সালমান আহমদ মটর সাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে। সে পাশবর্তী জকিগঞ্জ উপজেলা ডেমারগ্রাম আবুল হোসেন একাডেমীর দশম শ্রেণীর ছাত্র। রবিবার দুপুর সাড়ে ১২ টায় আটগ্রাম ব্রীজে এ দুর্ঘটনা ঘটে। জানা যায় সালমান তার এক সহপাটির সাথে মটর সাইকেল করে কালীগঞ্জ বাজারে গিয়েছিল।
আসার পথে আটগ্রাম ব্রীজে এক বয়ষ্ক পথিককে বাচাঁতে গিয়ে মটর সাইকেল নিয়ন্ত্রণ হারায়। এতে পিছনে বসে থাকা সালমান ব্রীজের র্যালিংয়ে ছিটকে পড়ে মৃত্যু হয়। সালমানের মৃত্যুর খবর এলাকায় রটে গেলে আবুল হোসেন একাডেমীতে শোকের ছায়া নেমে আসে। এ রির্পোট লেখা পর্যন্ত সালমানের মরদেহ ময়না তদন্তে সিলেট ওসমানী হাসপাতালে রয়েছে।
কানাইঘাট প্রতিনিধি
প্রতিনিধি