Home » সিলেট মহানগর যুবলীগের সম্মেলন আজ

সিলেট মহানগর যুবলীগের সম্মেলন আজ

দীর্ঘ ১৪ বছর পর সিলেট মহানগর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে আজ। শনিবার দুপুর ২টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত হবে সম্মেলনের প্রথম পর্ব আর পরে বিকাল ৫টা থেকে কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্ব অর্থাৎ নেতৃত্ব নির্বাচন। সর্বশেষ ২০০৫ সালের ২২ জুন অনুষ্ঠিত হয়েছিল সিলেট মহানগর যুবলীগের সম্মেলন। এতে সভাপতি নির্বাচিত হয়েছিলেন সৈয়দ শামীম এবং সাধারণ সম্পাদক হয়েছিলেন আব্দুর রহমান জামিল। পরবর্তীতে তারা আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হওয়ায় ২০১৪ সালের ৭ জুলাই গঠন করা হয় ৬১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি। এ কমিটির মেয়াদ ৯০ দিন বেঁধে দেয়া হলেও ৫ বছর পর আজ সম্মেলনের আয়োজন করেছেন তারা।

এ সম্মেলনকে ঘিরে দীর্ঘদিন ধরে স্থবির থাকা সিলেট মহানগর যুবলীগে এখন বিরাজ করছে চাঙ্গাভাব। কেন্দ্র থেকে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের নির্দেশনায় কাউন্সিলরদের কাছে ভোট চেয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সভাপতি-সাধারণ সম্পাদক প্রার্থীরা।তবে সম্মেলনকে ঘিরে মহানগর যুবলীগের বিবাদমান দু’পক্ষের মধ্যে রয়েছে নানা অভিযোগ-পাল্টা অভিযোগ। দুপক্ষই স্বতস্ফুর্তভাবে সম্মেলনে অংশ নেয়ার প্রস্তুতি নিলেও অভ্যন্তরীন দ্বন্দ্ব কাটেনি।

এবারের সম্মেলনে সভাপতি পদে প্রার্থী হচ্ছেন বর্তমান আহবায়ক আলম খান মুক্তি ও আহবায়ক কমিটির সদস্য শান্ত দেব। সাধারণ সম্পাদক পদের প্রার্থীরা হলেন বর্তমান যুগ্ম আহবায়ক মুশফিক জায়গীরদার, আহবায়ক কমিটির সদস্য জাকিরুল আলম জাকির, সাবেক ছাত্রনেতা আব্দুল লতিফ রিপন ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরী। তবে, প্রকাশ্যে প্রার্থীতা ঘোষণা না করলেও কাউন্সিল পর্বে সুযোগ বুঝে কেউ কেউ প্রার্থী হতে পারেন বলে জানা গেছে।

সম্মেলন আয়োজনের ব্যপারে মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি বলেন- সম্মেলনের প্রস্তুতি পুরোপুরি সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সিলেট আওয়ামী লীগের শীর্ষ নেতারা সম্মেলনস্থল পরিদর্শন করেছেন। একটি সফল সম্মেলন আয়োজনের ব্যপারে আশাবাদি তিনি।

সূত্র: সিলেটভিউ

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *