ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গবন্ধু হলের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত শিক্ষার্থীর নাম ফিরোজ কবির স্বাধীন। তিনি ফিন্যান্স বিভাগের ১৩-১৪ সেশনের ২০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি ঠাকুরগাঁও জেলার বাসিন্দা।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, গত ১৮ জুলাই বৃহস্পতিবার পরীক্ষায় ডেঙ্গুজ্বর ধরা পড়লে ফিরোজকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। ঢামেকে ভর্তি করার পর পরিবারের সঙ্গে থেকে সেবা দেওয়ার জন্য ফিরোজকে তাঁর বাড়ি ঠাকুরগাঁও নিয়ে যায় তাঁর স্বজনরা। পরে ফিরোজের অবস্থা আরো খারাপ হলে তাঁকে আবারো ঢামেক হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে গতকাল তাঁর পরিবার তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করায়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে মৃত্যু হয় ফিরোজের।
এদিকে শুক্রবার রাত ২টার দিকে ফিরোজ কবিরের বন্ধু ও সহপাঠীদের অনুরোধে তাঁর লাশ ঢাবি ক্যাম্পাসে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। তবে পরে সিদ্ধান্ত পরিবর্তন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘পরিবারই ফিরোজকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার পরিপ্রেক্ষিতেই মরদেহ ক্যাম্পাসে নেওয়া হচ্ছে না।’
এর আগে প্রাথমিকভাবে ফিরোজকে ক্যাম্পাসে নিয়ে আসার খবর ছড়ালেও তা সঠিক নয় বলে জানা গেছে। এ বিষয়ে বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক মফিজুর রহমান বলেন, ‘ফিরোজ কবিরের লাশ তাঁর গ্রামের বাড়িতে পাঠানো হচ্ছে।’
প্রতিনিধি