ফিলিপাইনে একই দিনে পরপর দুবার শক্তিশালী ভূমিকম্পে অন্তত সাত জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন জানিয়েছে, শনিবার স্থানীয় সময় ভোর সোয়া ৪টার দিকে দেশটির উত্তরাঞ্চলীয় দ্বীপপুঞ্জে আঘাত হানে। এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। এর ২০ মিনিট পর বাটানস প্রদেশে রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে।
বাটানস প্রদেশীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা পরিষদের প্রধান রোলডান এসকুদিল এক সাক্ষাতকারে বলেছেন, ভূমিকম্পের সময় বেশিরভাগ মানুষ ঘুমিয়ে থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ভূমিকম্পে অসংখ্য ঘর-বাড়ি ধসে পড়েছে। সড়কে ফাটল সৃষ্টি হওয়ায় বেশ কিছু এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। তবে আপাতত সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস। দ্য স্ট্রেইটস টাইমস জানিয়েছে, পরপর দুই ভূমিকম্পে আটজন নিহত ও কমপক্ষে ৬০ জন আহত হয়েছেন।