Home » মুরারিচাঁদ(এমসি) কলেজে ছায়া জাতিসংঘ সম্মেলনের জন্য প্রস্তুত

মুরারিচাঁদ(এমসি) কলেজে ছায়া জাতিসংঘ সম্মেলনের জন্য প্রস্তুত

শুক্রবার থেকেই  সিলেটের ঐতিহ্যবাহী  মুরারিচাঁদ(এমসি) কলেজে অনুষ্ঠিত  হতে যাচ্ছে ছায়া জাতিসংঘ সম্মেলন। কলেজের কলা ভবনের গ্যালারি হলে সকাল ৯টায় তিন দিনব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ। আর এজন্য সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই  সম্পন্ন করেছে আয়োজক সংগঠন।

প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে এই প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে এমন বিশাল কর্মযজ্ঞ। ২৬ থেকে ২৮ জুলাই পর্যন্ত তিন দিনব্যাপী এ আয়োজনে সারা দেশের মোট ১৫০ জন্য অংশগ্রহণকারী। সিলেটসহ সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৫০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এ ছায়া জাতিসংঘ সম্মেলনে বিভিন্ন এজেন্ডা নিয়ে চলবে বিশ্লেষণ, বিতর্ক ও সিদ্ধান্ত গ্রহণ। প্রত্যেক অংশগ্রহণকারী একেকজন ডেলিগেট হিসেবে প্রতিনিধিত্ব করবে বিশ্বের বিভিন্ন দেশকে। সম্মেলনে ওঠে আসবে বৈশ্বিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, প্রতিরক্ষাসহ বিভিন্ন ইস্যু।

সারা বাংলাদেশের দ্বিতীয় জাতীয় বিশ্ববিদ্যালয় আর সিলেটের তৃতীয় কোন প্রতিষ্ঠান হিসেবে এমসি কলেজে এই জাতীয় ছায়া জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনের আয়োজক সংগঠন মুরারিচাঁদ মডেল ইউনাইটেড নেশান্স ক্লাবের বিদায়ী সাধারণ সম্পাদক রুহেল বিন ছায়েদ জানান, সম্মেলনের জন্য সবধরনের প্রস্তুতিই প্রায় শেষ।রুহেল বলেন, প্রথমবারের মতো এরকম  একটা মহাযজ্ঞ সম্পাদনের মাধ্যমে নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে মুরারিচাঁদ(এমসি) কলেজ। 

এসময় তিনি, তিনদিনের এই অনুষ্ঠানগুলো সফলভাবে সম্পন্ন করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিন দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন করবেন মুরারিচাঁদ(এমসি) কলেজের অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ। ৫টি কমিটির তিনদিন ব্যাপী যুক্তি তর্ক শেষে ২৮ জুলাই সম্মেলনের পরিসমাপ্তি হবে সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *