Home » রাজধানীতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

রাজধানীতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

রাজধানীর বাড্ডা সাতারকুল পাঁচখোলা ও মিরপুর বেড়িবাঁধ এলাকায় র‌্যাপিড অ্যকশান ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটা ও সোয়া ৩টার দিকে এ দুই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতরা হলেন- মহারাজ (৪০) নামে এক মাদকবিক্রেতা ও নাজমুল হাসান ওরফে ব্যঙ্গা বাবু (৩৮) নামে এক সন্ত্রাসী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব -১ এর এএসপি কামরুজ্জামান বলেন, দিবাগত রাত আড়াইটার দিকে গোপন খবর পেয়ে সাঁতারকুল পাঁচখোলা এলাকায় অভিযানে যান র‌্যাব। সেখানে মাদকবিক্রেতা র‌্যাবের অবস্থান টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি করলে কয়েকজন পালিয়ে যায় এবং একজন গুলিবিদ্ধ হয়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে তিন হাজার পিস ইয়াবা একটি শর্টগান, একটি শুটারগান, কয়েকটি ম্যাগজিন, ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানান এএসপি।

অপরদিকে র‍্যাবের-৪ এর সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম জানান, গতকাল রাতে শাহআলী খানাধীন মিরপুর বেড়িবাঁধ এলাকায় কয়েকজন শীর্ষ সন্ত্রাসী অবস্থান করছে- এমন খবরে র‌্যাবের টহল দল সেখানে যায়। এ সময় উপস্থিতি টের পেয়ে ওই সন্ত্রাসীরা র‌্যাবেকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি ছুড়লে একজন গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নাজমুল হাসান ওরফে ব্যঙ্গা বাবু তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। ঘটনাস্থল থেকে কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

সূত্র: আমাদেরসময়

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *