Home » নেপালে ভয়াবহ ভূমিধসে নিহত ১১

নেপালে ভয়াবহ ভূমিধসে নিহত ১১

প্রবল বর্ষণে নেপালের পশ্চিমাঞ্চলীয় গুলমি জেলায় ভয়াবহ ভূমিধসে কমপক্ষে ১১ জন নিহত হয়েছন।এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে আরও দুজন। বেশ কয়েকটি বাড়ি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।গত কয়েক দিনের টানা বৃষ্টিতে নেপালের বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় সত্যবতী গ্রামীণ পৌরসভার ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে ভূমিধসের ঘটনা ঘটে।

এতে মাটিচাপা পড়েছে বেশ কয়েকটি বাড়ি। ওই এলাকায় আবারও ধস নামতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।ঝুঁকির মুখে রয়েছে আরও অন্তত ২০টি বাড়ি। এসব বাড়ির বাসিন্দারা নিকটবর্তী আশ্রয় শিবিরে ঠাঁই নিয়েছেন।ধ্বংসস্তূপ সরিয়ে প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকেই চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *