Home » সরকারি সফরে ভিয়েতনাম যাচ্ছেন বিশ্বম্ভর পুরের দিবা রানী দাশ।

সরকারি সফরে ভিয়েতনাম যাচ্ছেন বিশ্বম্ভর পুরের দিবা রানী দাশ।

সরকারি সফরে ভিয়েতনামে যাচ্ছেন সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার লালার গাওঁ গ্রামের, দিবা রানী দাশ,তিনি বিশ্বম্ভরপুর উপজেলা সরকারি প্রথমিক বিদ্যালয়ে কর্মরত অবস্তায় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হন।বর্তমানে আরসদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়,বিশ্বনাথ, সিলেট।সহকারী শিক্ষিকা হিসাবে কর্মরত আছেন।
তিনি আগামী মঙ্গলবার (২৩ জুলাই) ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের উদ্দেশ্যে দেশত্যাগ করবেন।

বিশ্বম্ভপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই পর্বে সুনামগঞ্জ জেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষিকা পর্যাক্রমে বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হন,এই সুবাদে বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রনালয়ের ব্যবস্থাপনায় ভিয়েতনাম সফরে যাচ্ছেন তিনি। সেখানে ‘আধুনিক বিদ্যালয় ব্যবস্থাপনা কৌশল’ শীর্ষক প্রশিক্ষণ গ্রহণ করবেন। এছাড়াও সফরকালে দিবা রানী দাশ,শিক্ষা বিষয়ক সেখানকার বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন।

শিক্ষকতার পাশাপাশি দিবা রানী দাশ,সামাজিক,সাংস্কৃতিক, উপস্থাপনা, স্কাউটিং, রক্তদান, সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে বিভিন্ন ভাবে সাহায্য করেন।ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার,বাংলাদেশ লেবার ফেডারেশন সুনামগঞ্জ জেলা শাখার অন্যতম পৃষ্ঠপোষক।
সংগঠনের প্রতিনিধিরা জানান।
উদার মনমানসিকতা,স্বদেশ প্রেমি,শিক্ষাকার প্রভাশ ভ্রমন যেন সুস্হ ও সফলভাবে সম্পন্য হয়।

উনার পরিবার,সহকর্মীরা দোয়া প্রার্থী।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *