সিলেট :: দলিল লেখক খালেদ আহমদকে মোসাবিদা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন সিলেট সদর সাব-রেজিষ্ট্রার অফিস। গত ১৬ জুলাই সিলেট সদর সাব রেজিষ্ট্রার পারভীন আক্তার স্বাক্ষরিত ১২৫ নং স্মারকে এ তথ্য জানানো হয় এবং উল্লেখিত তারিখে সিলেট জেলা রেজিষ্ট্রার অফিসেও স্মারক নং ১২৫/১ পাঠানো হয়। স্মারকে উল্লেখ করা হয় দলিল লেখক খালেদ আহমদ গত ১৪ জুলাই শ্রেণি আমনের পরিবর্তে বোররকম শ্রেণি লিখে সহকারি কমিশনার (ভূমি) অফিসের সীল ও স্বাক্ষর জাল করে সরকারি রাজস্ব ১৮ হাজার ২শত ২১ টাকা ও ৭৬ পয়সার ক্ষতি সাধন করে। আগামী ৩ দিনের ভিতরে এর ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয় দলিল লেখক খালেদকে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দলিল মোসাবিদার কাজ থেকেও বিরত থাকার নির্দেশ দেন সাব রেজিষ্ট্রার পারভীন আক্তার। উল্লেখ্য, দলিল লেখক খালেদ আহমদের বিরুদ্ধে এর পূর্বে নানা অনিয়ম ও দুর্নীতি প্রমাণিত হয়েছে। সিলেট সাব রেজিষ্ট্রার অফিসের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথেও অসৌজন্যমূলক আচরণ করেন খালেদ। এর পূর্বেও দলিল লেখক খালেদকে এসব অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত থাকার নির্দেশও প্রদান করা হয়। দলিল লেখক খালেদ সব ধরনের নির্দেশ তোয়াক্কা না করে নির্ধিদ্বায় চালিয়ে যাচ্ছেন তার সকল অপরাধমূরক কর্মকান্ড।
নির্বাহী সম্পাদক