Home » সিলেটের শাহজালাল (রঃ) ৭০০তম উরুস ২৩ ও ২৪ জুলাই

সিলেটের শাহজালাল (রঃ) ৭০০তম উরুস ২৩ ও ২৪ জুলাই

সিলেটের হযরত শাহজালাল মজরদ ইয়ামনী (রঃ) এর ৭০০তম পবিত্র উরুস মোবারক আগামী ২৩ ও ২৪ জুলাই মঙ্গল ও বুধবার সিলেট শাহজালাল দরগাহে অনুষ্ঠিত হবে। চিরাচরিত প্রথানুযায়ী আগামী ১৯, ২০ জিলক্বদ ১৪৪০ হিজরী, ৮ ও ৯ শ্রাবন ১৪২৬ বাংলা মোতাবেক মহান ওলিকুল শিরোমণি হযরত শাহজালাল রঃ উরুস মোবারক উদযাপিত হবে। এ উপলক্ষে ৮ শ্রাবন ২৩ জুলাই দিবগত রাত ৩টা ১৫ মিনিটে পবিত্র উরুস মোবারকের শেষ মোনাজাত শুরু হবে।

দরগাহে হযরত শাহজালালের বিশিষ্ট খাদিম সামুন মাহমুদ খান এ প্রতিবেদককে বলেন, পবিত্র উরুস মোবারক শুরুর আগেই সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে। দেশ-বিদেশের ভক্ত-আশেকানদের সেবায় দরগাহ কর্তৃপক্ষ নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনীও প্রস্তুত করে রেখেছেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি’র) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসার সাথে মোঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, উরুসে সকল ভক্ত আশেকানবৃন্দ যাতে নির্বিঘ্নে অংশ গ্রহণ করতে পারেন সেদিকে দৃষ্টি রাখা হয়েছে। উরুসে সিলেট মেট্রোপলিটন পুলিশ কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলতে সব আয়োজন সম্পন্ন করেছে। এতে কোথাও কোন ধরনের নিরাপত্তা ঘাটতি বা গাফিলতি থাকবে না বলে তিনি জানান।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *