সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ বিশেষ অভিযানে ৩৪ জুয়ারীকে গ্রেফতার করা হয়েছে।
গত (৯জুলাই) বিকেল ৪ টার দিকে তালতলাস্থ নন্দিতা সিনেমা হলের সামন থেকে অভিযান চালিয়ে শিলং তীর নামক জুয়া খেলা অবস্থায় তোদের প্রেফতার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন, এসএমপি পুলিশের উপ কমশিনার উত্তর আজবাহার আলী শেখ পিপিএম, কোতোয়ালী এসি ইসমাইল হোসেন পিপিএম, কোতোয়ালী থানার অফিসার ইনর্চাজ সেলিম মিঞা সহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য। এসময় তাদের কাছ থেকে ৬৩,১২১ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ জসিম আহমদ (৪৬) পিতা-মৃত আব্দুল ওয়াদুদ, গ্রাম দাশপাড়া, থানা শাহপরাণ (রঃ), সিলেট, মোঃ সবুজ মিয়া (২৬) পিতা মর্তুজা আলী, গ্রাম কলকাপুর, থানা চুনারুঘাট, হবিগঞ্জ, বর্তমান গ্রাম ঘাসিটুলা (সবুজসেনা হাবিব মিয়ার কলোনী) থানা সদর (কোতোয়ালী) সিলেট, রুহুল আমিন (২২) পিতা আমির চান, গ্রাম পাইপুরা পোঃ চন্ডিঘর, থানা দূর্গাপুর, নেত্রকোনা, বর্তমান গ্রাম ইলেকট্রিক সাপ্লাই (শহিদ মিয়ার গ্যারেজ) থানা সদর (কোতোয়ালী) সিলেট, মোঃ রফিক মিয়া (২৪), পিতা মৃত জহির আলী, গ্রাম আমবাড়ি, থানা দোয়রাবাজার, সুনামগঞ্জ গ্রাম কানিশাইল রোড নং-১ (সজিব মিয়ার কলোনী) থানা সদর, (কোতোয়ালী) সিলেট, মোঃ মিলন আহমদ (৩০) পিতা উমেদ আলী, গ্রাম লম্বাহাটি থানা সুনামগঞ্জ, গ্রাম ঘাসিটুলা (বকুল মিয়ার কলোনী), থানা সদর, (কোতোয়ালী) সিলেট, মোঃ তজিমুল ইসলাম নবাব (২৫), পিতা মোঃ খাজর আলী, গ্রাম শিমুলতলা, পো: বাধাঘাট বাজার, থানা তাহিরপুর, সুনামগঞ্জ, গ্রাম কাজলশাহ (আপ্যায়ন রেস্টুরেন্টের কর্মচারী) মেডিকেল রোড, থানা সদর (কোতোয়ালী) সিলেট, মোঃ ফরহাদ শেখ (৩২) পিতা তালেব আলী শেখ, গ্রাম মধুপুর, পো: হরিখালী,
থানা সোনাতলা, বগুড়া, মোঃ আখতার হোসেন (২৫), পিতা সাবান আলী, গ্রাম ডুংরিয়া, থানা দক্ষিণ সুনামগঞ্জ, বর্তমান গ্রাম লাউয়াই বঙ্গবীর রোড, থানা দক্ষিণ সুরমা, সিলেট, মোঃ বাবুল (২৪), পিতা মৃত হুশিয়ার আলী, গ্রাম ইসলামপুর থানা ছাতক, সুনামগঞ্জ, বর্তমান গ্রাম ঘাসিটুলা, (বেতেরবাজার আহমদ মিয়ার
রিকসার গ্যারেজ) থানা সদর, (কোতোয়ালী) সিলেট, মোঃ শফিক মিয়া (৫০), পিতা মৃত হাসান আলী, গ্রাম-কামরুক দোলন, থানা দক্ষিণ সুনামগঞ্জ, বর্তমান গ্রাম মাছু দিঘীর পাড়, থানা সদর (কোতোয়ালী) সিলেট, মোঃ মোক্তার খান (২৭) পিতা মৃত হাসমত খান গ্রাম হামিদপুর, থানা বিশ্বনাথ, সিলেট, সাদেক আহমদ (৩০), পিতা কামাল মিয়া, গ্রাম কুয়ারপাড়, (বাসা নং-১২২) থানা সদর, (কোতোয়ালী) সিলেট, মোঃ সফিকুল ইসলাম (২২) পিতা হযরত আলী মাতা সখিনা খাতুন, গ্রাম নলদিঘী থানা তারাকান্দা, ময়মনসিংহ, মাসুম আহমদ (২৪), পিতা হেলাল আহমদ, গ্রাম বাঘা, থানা গোলাপগঞ্জ, সিলেট, দীপক রায় (২৭) পিতা যুগেন্দ্র রায়, গ্রাম নতুনপাড়া, থানা সুনামগঞ্জ, সুনামগঞ্জ, বর্তমান গ্রাম ভাতালিয়া, থানা সদর, (কোতোয়ালী) সিলেট, ইনতাজ আলী (২৭) পিতা মৃত আব্দুল মোতালিব, গ্রাম-বাজে মমপুর, থানা কাউনিয়া, রংপুর, গ্রাম মাছুদিঘীর পাড়, (মতিন মিয়ার কলোনী) থানা সদর, (কোতোয়ালী) সিলেট, মোঃ মাসুম মিয়া (২৫) পিতা মোঃ হেদায়েত মিয়া, গ্রাম তেলীগাঁ,
থানা কোম্পানীগঞ্জ, সিলেট, বর্তমান গ্রাম সুদিবাজার (নূরানী বনকলাপাড়া) থানা এয়ারপোর্ট, সিলেট, মোঃ হাবিবুর রহমান (২০), পিতা মৃত মজিবুর রহমান, গ্রাম পূর্ব সিরাজনগর, থানা ওসমানীনগর, সিলেট বর্তমান গ্রাম-মাছুদিঘীর পাড়, থানা সিলেট সদর, (কোতোয়ালী) সিলেট, মোঃ জসিম আহমদ (৪৬) পিতা মৃত আব্দুল ওয়াদুদ, গ্রাম দাশপাড়া, থানাশাহপরাণ (রঃ) সিলেট, মোঃ আব্দুল গনি (৩২) পিতা-হোসেন আলী, গ্রাম-ভাটিহারাবাজ, থানা শাল্লা, সুনামগঞ্জ, মোঃ শাহিন মিয়া (৩৫), পিতা মৃত নুরুল ইসলাম, গ্রাম-মোহাম্মদপুর, থানা সুনামগঞ্জ, বর্তমান গ্রাম চন্ডিপুল, বদিকোনা, থানা দক্ষিণ সুরমা, সিলেট, মোঃ ফেরদৌস আহমদ (৩০) পিতা খলিলুর রহমান, গ্রাম মান্দারগাঁও, থানা বিয়ানীবাজার, সিলেট, মোঃ জামাল হোসেন (২২) পিতা মোঃ সোলেমান মিয়া, গ্রাম খুলিয়াপাড়া, থানা সিলেট সদর, (কোতোয়ালী) সিলেট, মোঃ জাকির হোসেন (২৫) পিতা আব্দুল আজিজ, গ্রাম-পূর্ব জয়ীপুর, থানা বাহুবল, হবিগঞ্জ, বর্তমান: গ্রাম ঢাকাদক্ষিণ, থানা গোলাপগঞ্জ, সিলেট, মোঃ আব্দুর রহিম (২৪) পিতা মৃত আব্দুস সাত্তার, গ্রাম নোয়াগাঁও, থানা দোয়ারাবাজার, সুনামগঞ্জ, বর্তমান: গ্রাম আম্বরখানা (সাহেদ মিয়ার কলোনী), থানা এয়ারপোর্ট, সিলেট, এস.কে হারুন (৩৮), পিতা এস.কে সাহেদ, গ্রাম দয়ামীর কুরুয়া, থানা ওসমানীনগর, সিলেট, বর্তমান: গ্রাম খুলিয়াটুলা (নিলিমা-১৯), থানা- সিলেট সদর (কোতোয়ালী) সিলেট, মোঃ কামরুল ইসলাম (৩২), পিতা মৃত হাজী মকবুল আলী, গ্রাম ধরাধরপুর, সিলেট, অরুন কুমার ঘোষ (৪৩), পিতা শ্রী দীরেন্দ্র কুমার ঘোষ, গ্রাম লামাবাজার (বিথিকা-এ/৭), থানা সদর, (কোতোয়ালী) সিলেট, আবু তাহের (৩৮), পিতা মৃত হাজী আবুল বাশার, গ্রাম খাদিপাড়া, থানা-শাহপরাণ (রঃ) সিলেট, মোঃ টিটু মিয়া (২৪), পিতা মোঃ বজলু মিয়া, গ্রাম-ভৈরাটি, থানা-কেন্দুয়া, নেত্রকোনা, বর্তমান: গ্রাম-রেল গেইট (তাজ মহল রিকসার গ্যারেজ) উপজেলা/থানা-দক্ষিণ সুরমা, সিলেট, মোঃ সিরাজুল ইসলাম
(৩০), পিতা মজনু মিয়া, গ্রাম দর্জিপাড়া, (বাসা নং-১৯) থানা জালালাবাদ, সিলেট।
জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। ঘটনার বিষয়ে আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।