সিলেট মহানগর ছাত্রলীগ নেতা রাজেশ সরকারের জন্মদিন পালন করা হয়েছে। ১৩ জুলাই এ জন্মদিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামীলীগ নেতা বিধান সাহা। এসময় তিনি ছাত্রলীগ নেতা রাজেশ সরকারের জন্মদিনের কেক কেটে শুভেচ্ছা জানান এবং সিলেট মহানগরের বিভিন্ন ইউনিটের সাবেক ও বর্তমান শতাধিক ছাত্রলীগ নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
কেক কাটা পর্ব শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তারুণ্যের প্রিয় সংগঠক সাবেক ছাত্রলীগের সিলেটের কান্ডারী বিধান সাহা বলেন, ছাত্রলীগ নেতা রাজেশ তার মেধা ও কর্মতৎপরতায় বঙ্গবন্ধুর আদর্শের রাজনৈতিক দর্শন ছড়িয়ে দেওয়ায় সকলের সে প্রিয় সহকর্মী হিসেবে পরিচিতি। ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মীকে মুজিব আদর্শের একজন লড়াকু সৈনিক হিসেবে ন্যায়ের পথে সংগ্রাম করে যেতে হবে। দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের অগ্রযাত্রায় ছাত্রলীগকে ভ্যানগার্ড হিসেবে কাজ করতে হবে। তিনি ছাত্রলীগ নেতা রাজেশ সরকারের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন। বিজ্ঞপ্তি
নির্বাহী সম্পাদক