Home » সিলেটের সবকটি নদীর পানি বিপদসীমার ওপরে

সিলেটের সবকটি নদীর পানি বিপদসীমার ওপরে

সিলেটের সবকটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের কন্ট্রোল রুম সূত্র জানায়, শনিবার বিকাল ৩টায় সিলেটের কানাইঘাটে সুরমা বিপদসীমার ১৫৭ সেন্টিমিটার, সিলেটে সুরমা ৬৫ সেন্টিমিটার, শেওলায় কুশিয়ারা বিপদসীমার ৭৫ সেন্টিমিটার, আমলসীদে কুশিয়ারা বিপদসীমার ১৩৯ সেন্টিমিটার, শেরপুরে কুশিয়ারা বিপদসীমার ৪৪ সেন্টিমিটার, এবং সারিঘাটে সারি নদীর পানি বিপদসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড(পাউবো) সিলেট-এর নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শহীদুজ্জামান সরকার,জানান, সিলেটের সব কটি নদীর শুক্রবারের চেয়ে শনিবার আরো বেশী বিপদসীমা অতিক্রম করেছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *