বাংলাদেশ উমুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত ব্যাচেলর অব আর্টস ও ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স (বিএ/বিএসএস) ২০১৮ সালের পরীক্ষা আজ ১২ জুলাই, শুরু হবে।দেশের বিভিন্ন কলেজে ২৭৩টি পরীক্ষা কেন্দ্রে সিমেস্টারভিত্তিক এ পরীক্ষায় সর্বমোট ৩ লাখ ৭৭ হাজার ৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (অতি. দায়িত্ব) ড. শফিকুল আলম জানান, প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করেছে। এ পরীক্ষা আজ শুক্রবার ও কাল শনিবার প্রতিদিন সকাল ও বিকালে অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষ হবে ১৮ অক্টোবর।
প্রতিনিধি