ছিনতাইয়ের আধ ঘন্টার মধ্যেই ছিনতাইকারীকে হাতেনাতে ধরল শাহপরাণ থানা পুলিশ। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে টাকাসহ হাতে নাতে ছিনকারীদের গ্রেফতার করা হয়।ঘটনাটি ঘটে শহরতলীর মঙ্গলবাল বিকেলে খাদিমপাড়া কল্লগ্রাম এলাকায়। জানাগেছে এফআইবিডিবির মাঠ কর্মকর্তা কামরান আহমদ কিস্তির টাকা তুলে অফিসে যাওয়ার পথে কল্লগ্রাম বাইপাস রাস্তার মুখে ছিনতাইকারীরা কামরানকে গতিরোধ করে। এসময় ছিনকাইকারীরা কামরানের সাথে থাকা নগদ ৭০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
পরে শাহপরাণ থানা পুলিশকে তাৎক্ষনিক খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থলে হাজির হয়ে আসামী ধরতে অভিযানে নামে। মোগলাবাজার পাঁচ মাইল এলাকায় ছিনতাইকারীদের ধাওয়া করলে ছিনতাইকারী রাসেল ওরপে হাত্তি রাসেল সিএনজির সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। পরে হাত্তি রাসেলকে আটক করা হয়। এ সময় হাত্তি রাসেলের তথ্য অনুযায়ী অপর দুই আসামী চিকনা রাসেল ও সাফরাণকে আটক করতে সমর্থ হয়।উল্লেখ্য, এর আগেও শাহপরাণ থানা পুলিশের সাহসী পদক্ষেপে শাহজালাল উপশহরে ব্যাংক থেকে ছিনতাই হওয়া ৫লাখ টাকা উদ্ধার করতে সমর্থ হয়। সূত্র: সিলেট প্রতিদিন
প্রতিনিধি