ভারতের যমুনা এক্সপ্রেসওয়েতে দিল্লিগামী একটি বাস দুর্ঘটনায় অন্তত ২৯ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১৬ জন।আজ সোমবার সকালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে যমুনা এক্সপ্রেসওয়ের একটি নালায় পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। বাসটি লক্ষ্ণৌ থেকে দিল্লির উদ্দেশে যাত্রা করেছিল। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে।এ দুর্ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে পুলিশ।
উত্তর প্রদেশ পুলিশ জানিয়েছে, দিল্লিগামী ওই বাসটি যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কুবেরপুরের কাছে ১৫ ফুট নিচে নালায় পড়ে যায়। নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ দুর্ঘটনায় শোক প্রকাশ করে আহতদের চিকিৎসার জন্য সর্বাত্মক চেষ্টা চালানোর নির্দেশ দেন।এ ছাড়া নিহতদের পরিবারকে পাঁচ লাখ রুপি দেওয়ার ঘোষণা দিয়েছে উত্তর প্রদেশ কর্তৃপক্ষ।সূত্র: এনটিভি
প্রতিনিধি